বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাল্য বিয়ে দেয়ায় ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলার রহনপুর ইউনিয়নের তিনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ- পরিদর্শক বদিউজ্জামান জানান,শুক্রবার দুপুরে ওই এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হন ভ্রাম্যমান আদালতের বিচারক ও ইউএনও আসমা খাতুন। এ সময় তিনি মেয়ের দাদী নূরজাহান বেগমকে ৩ হাজার ও বরের দুলাভাই আঃ করিমকে ৭ হাজার টাকা জরিমানা করেন।এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ইউএনও আসমা খাতুন জানান, আগে গোপনে বিয়ে হলেও কনের বয়স কম হওয়ায় উভয় পক্ষকে এ অর্থদন্ড দেয়া হয়।