বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাল্য বিয়ে করায় বরকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আসগার আলীর ছেলে বিপ্লব( ২২) গত কয়েকদিন আগে বোয়ালিয়া বিলবাখিলা গুচ্ছ গ্রামের ১৩ বছর বয়সী এক মেয়েকে বিয়ে করেন। সোমবার
তার বৌভাত ছিল। বিষয়টি অবহিত হয়ে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে তাকে ৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।