বিডি ঢাকা ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিনের বাড়িতে কে বা কারা ককটেল হামল চালিয়েছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে জেলা শহরের পাঠানপাড়াস্থ মাওলানা আব্দুল মাতিনের বাড়ির প্রাচীরে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় সেখানে পড়ে থাকা অবিস্ফোরিত আরো একটি ককটেল উদ্ধার করা হয়। এ বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।