বিডি ঢাকা অনলাইন ডেস্ক
গোপন সংবাদে ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের দাইপুকুরিয়া গ্রামস্থ জনৈক মোঃ মাহবুব আলী এর বাড়ীর সামনে অপারেশন পরিচালনা করে ৩৩ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। আটক মাদক ব্যবসায়ী হচ্ছে, জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর হঠাৎপাড়া গ্রামের মোঃ ফাইজউদ্দিনের ছেলে মোঃ মাসির আলী (২০)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চালানো অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। বিষয়টি এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিদেশী মদ অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।