মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল( ০৫ আগষ্ট ২০২১) ইং তারিখ রাত্রি ৮:৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন কাটাকুড়ি ঝিকড়া গ্রামে অভিযান চালিয়ে কুমড়ার ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায়,২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিন,৪ রাউন্ড গুলি সহ মোঃ মিলন মিয়া (২৫) নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।আটক ব্যক্তি জেলার গোমস্তাপুর থানাধীন হুজরাপুর গ্রামের, মোঃ সলটেস আলীর ছেলে। আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে নাচোল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।