নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগজ্ঞে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৫,সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,কোম্পানি অধিনায়কের নেতৃত্বে গতকাল (১ নভেম্বর ) সকাল ৯.৪৯ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ২ নং গোবরাতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিয়ার ধাইনগর ঘাটের জনৈক শহিদুল ইসলামের আম বাগানের ভিতর একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫৭,১২০ (সাতান্ন হাজার একশত বিশ) পিচ ভারতীয় পাতার বিড়ি সহ মোঃ সাদিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।আটক ব্যক্তি জেলার সদর থানাধীন বালিয়াডাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সরজন বাঙ্গালীপাড়া গ্রামের মোঃ আলতামাজ উদ্দিনের ছেলে। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।