বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা সহ র্যাবের হাতে একজন আটক হয়েছে। বৃহষ্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ডাকাতপাড়া গ্রামের হাউসনগর প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৩১৫ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ডাকাতপাড়া গ্রামের মৃৃত জিল্লার রহমানের ছেলে মোঃ বাবুল হোসেন(৪৮)।
বৃহষ্পতিবার গভীর রাতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ডাকাতপাড়া গ্রামের হাউসনগর প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৩১৫ পিস ইয়াবা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ২টি সীম কার্ড ও একটি মেমোরী কার্ড জব্দ করে। র্যাব আরো জানায়, আটককৃত ইয়াবা ট্যাবলেটের মধ্যে নতুন ধরনের ৫৭৫টি সাদা ইয়াবা ট্যাবলেট আটক করা হয়। এই নতুন ধরনের সাদা ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ীরা প্রশাসনের চোখ এড়াতে মায়ানমার হতে টেকনাফ, চট্টগ্রাম সহ বিভিন্ন রুট ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।