চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ১০ ডিসেম্বর ২০২১।। চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী, সমাবেশ করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখা।
সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ বারের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
জেলা শাখা আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নেন- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জাতীয় নির্বাহী সদস্য, রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, রাজশাহী মহানগর শাখার বিশিষ্ট মানবাধিকার কর্মী আলহাজ্ব এ্যাডভোকেট মো আমজাদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হামিদুল হক, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ সাদিকুল ইসলাম, অধ্যক্ষ জোবদুল হক, ডা. আল মোতাসিম বিল্লাহ, ড. শরিফুল ইসলাম।
র্যালী পরবর্তী সমাবেশ অন্যান্যদের মাঝে বক্তব্য
রাখেন- রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক
ও জেলা কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আফজাল আজীজী, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ক্রীড়াবিদ মো. নুরুল ইসলাম, নাচোল উপজেলা সভাপতি উপাধ্যক্ষ অশীষ কুমার চক্রবর্তী, গোমস্তাপুর উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম, রহনপুর পৌর শাখার সভাপতি মো আব্দুল কাইয়ুম মাস্টার, সাধারণ সম্পাদক ডা. সুলতান আহমদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।