বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্ড ও সনদ বিতরণ করা হয়। সদ্য যোগদানকৃত সদর উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্বে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর
মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আমিন উদ্দীন। অনুষ্ঠানে সদর উপজেলার ২৭৬ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং ২৬৬ জন মৃত মুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড ও সনদ তুলে দেয়া হয়।