নাচোল প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলে নির্মাণধীন ভারত থেকে আসা বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার থেকে ছিটকে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহতিবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে নাচোলের কালইর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ২ শিশু উপজেলার কালইর গ্রামের মিন্টুর মেয়ে লামিয়া(৯) এবং একই এলাকার মাসুদ আলীর ছেলে সজিব(১৩)।
স্থানীয়দের উদৃতি দিয়ে নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, সকালে অন্যান্য দিনের মত ছাগল নিয়ে মাঠে বের হয় সজিব ও লামিয়া। কালইর এলাকার একটি মাঠে ভারত থেকে বাংলাদেশের আমনুরা পর্যন্ত নির্মাণধীন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পড়ে থাকা তার ধরে ঝুলার সময় শ্রমিকরা ঐ তারগুলো ২ টি বৈদ্যতিক খুঁটির সাথে লাগিয়ে টানা দিচ্ছিল।এ সময় তারের সাথে উপড়ে আকশ্মিক শিশু ২টি উঠে পড়ে এবং তাৎক্ষনিক তার থেকে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই ২ শিশুর মৃত্যু হয়।
ওসি আরও জানান, তারগুলো অনেক দুর থেকে যন্ত্রের সাহায্যে টান দেয়ায় শ্রমিকরা বাচ্চাদের দেখতে না পাওয়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে। দুঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।