শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান কর্তৃক বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনুকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনের একদিন পরেই পাল্টা সংবাদ সম্মেলন করলেন আ.লীগ নেতা।
আজ সোমবার দুপুরে শিবগঞ্জ ডাকবাংলো চত্ত¡রে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান অভিযোগ করে বলেন, গত ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু মদ্যপ অবস্থায় আ.লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেয়ায় তাকে থামতে বলা হয়েছিল। কিন্তু তিনি বিষয়টি অন্যদিকে নিয়ে যেতে কতিপয় ব্যক্তিকে সাথে নিয়ে মানববন্ধন করেছে। মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু প্রায় মাতাল অবস্থায় থাকেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। তবে এতদিন তার বিরুদ্ধে কেন অভিযোগ উত্থাপন করা হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নে টুটুল খান জানান, তাকে ভাল হবার জন্য সুযোগ দেয়া হয়েছিল তাই আগে কিছু বলা হয়নি। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল কবির মুক্তা ছাড়াও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন দূর্লভপুর ইউপি নির্বাচনে আ.লীগের প্রার্থীতা চেয়ে ব্যর্থ হন বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু। পক্ষান্তরে আ.লীগের প্রার্থী করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল কবির মুক্তাকে। এনিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হওয়ায় অভিযোগ পাল্টা অভিযোগ করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।