চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও মুজিব বর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের পর্যটক গাইড এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান জেলা প্রশাসক মোঃ মন্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব -২( অতিরিক্ত সচিব) ওয়াহিদা আক্তার, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এম পি, জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী সহ জেলা প্রশাসনের কর্মকর্তা সহ জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, নিকাহ রেজিস্ট্রার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করেন প্রয়াস ফোক থিয়েটারের শিল্পীবৃন্দ।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) এ কে এম তাজকির উজ জামান।