শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগে জেল জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশা বাজারে ভেজাল রাসায়নিক সার ও কীটনাশক বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে জেল ও জরিমানা করেছেন মোবাইল কোর্টের বিচারক।
মোবাইল কোর্টে থাকা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুনের নেতৃত্বে পলশা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেসার্স গোলাপ ট্রেডার্সের প্রোপ্রাইটার গোলাম রাব্বানীকে ভেজাল রাসায়নিক সার ও ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তিনি আরো জানান, এর আগে স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে মেসার্স গোলাপ ট্রেডার্সের দোকানের সার ও কীটনাশক সংগ্রহ করে টেস্ট করা হয়। টেস্টে ভেজাল প্রমাণিত হলে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com