বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে মৎসচাষীদের মাঝে পিকআপ ভ্য ান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাসন্যান এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেস ১ প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ মাহবুবুল হক। মতবিনিময় শেষে মৎস্যচাষীদের মাঝে পিকআপ ভ্যান বিতরন করেন প্রধান অতিথি।