বিডি ঢাকা অনলাইন ডেস্ক
আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছেÑ শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকে কোরআনখানি, সেখানে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, শোক র্যালি এবং র্যালিটি আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সম্ভাব্য আগামী ২৬ আগস্ট বৃহৎ পরিসরে শোক সভা হতে পারে।
শনিবার জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়।
সকাল ১০টায় জেলাশহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান এমপি। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি।
সভায় আগামী ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এসব কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানান দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন।
সভায় আরো উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সহসভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, সহসভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, ফেরদৌসী ইসলাম জেসি এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমনসহ কমিটির অন্য নেতৃবৃন্দ।