বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে যুব দিবসে খাল পরিষ্কারের মতো ব্যতিক্রমী উদ্যোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ব্যতিক্রমী উদ্যোগের মধ্যে দিয়ে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এবার বৃক্ষরোপণ, ব্লাড গ্রুপিং, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ ভাতা প্রদান, সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স এবং ডাটাবেজ ব্যবস্থাপনা, সৌন্দর্যায়ন, মৎস্য ও পশুপালন বিষয়ে কোর্সের উদ্বোধনের পাশাপাশি একটি খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে দক্ষ যুবকরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন. জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড এসব কর্মসূচি গ্রহণ করে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফকল্যান্ড মোড় এলাকা থেকে মহাডাঙ্গা পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ খাল পরিষ্কারের উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ও পৌর প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবীব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান, নেজারত ডেপটি কালক্টর মীর আলমনসুর শোয়াইব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, প্রয়াস মানিক উন্নয়ন সোসাইটির ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়ক বকুল কুমার ঘোষসহ অন্যরা।
বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, স্কাউটস, বিএনসিসি, ফায়ার সার্ভিস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা খাল পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন যা ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়।
অন্যান্য কর্মসূচি শহরের যুব ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম সহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকীব হাসান তরফদার এবং সূচনা বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ডিপুটি কো-অর্ডিনেটর রাকিবুল ইসলাম. প্রশিক্ষণার্থী তাসমিনা খাতুনসহ অন্যরা। শেষে ৩ যুবক ও যুব মহিলাকে ২ লাখ ৪০ হাজার টাকা ঋণের চেক ও ৬ জনকে ২ লাখ টাকার প্রশিক্ষণ ভাতার চেক এবং সনদপত্র ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ করেন অতিথিবৃন্দ।
গোমস্তাপুর :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শপথ পাঠ, আলোচনাসভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। শুক্রবার সকালে যুব র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব ও অনুষ্ঠানে যুববাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ক্রো-ম্যাগনন যুব উন্নয়ন সমিতির প্রতিনিধি আনোয়ারারুল ইসলামসহ অন্যরা। আলোচনা শেষে যুব ঋন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com