মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৫,রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল ( ১৪ ডিসেম্বর ২০২১) ইং তারিখ সন্ধ্যা ৭:৩৩ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কলকলিয়া গ্রামস্থ বিয়েন বাজার হইতে ব্রীজ বাজার গামী পাঁকা রাস্তার পশ্চিমে জনৈক মোঃ আফসানুল কবির এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক এর নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে ২ টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি সহ মোঃ মানারুল ইসলাম (২৭) নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।আটক ব্যক্তি জেলার শিবগঞ্জ থানাধীন ছোট হাদিনগর (কামার টোলা) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।