সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান দখল করে এনজিও!

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১২৯ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর,ইউসি উচ্চ বিদ্যালয়ের ভবনে চলছে একটি এনজিওর কার্যক্রম।বিদ্যালয় ভবন দখল করে সাইনবোর্ড লাগিয়ে প্রকাশ্যেই চলছে এদের কার্যক্রম।
এনজিও টি হচ্ছে মাহফুজ ও মৌমাছি ।
স্থানীয়রা জানায়, শাহবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয় ভবনে মাহফুজ ও মৌমাছি নামের একটি এনজিও তাদের কার্যক্রম চালাচ্ছে। কোন মাঠকর্মী না রেখে সাদেক বারি, নাজমুল হক, মোঃ শামিম ও মোঃ অলিদ এই ৪ ব্যক্তি মিলে এই এনজিও টি গড়ে তুলেছে।এনজিওটি প্রথমে মাহফুজ নামে জয়েন্ট স্টকের রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রতারনার শিকার হয়ে পরবর্তীতে মৌমাছি নামে ১৩৫৫/২০ জয়েন্ট স্টকের রেজিস্ট্রেশনে ক্ষুদ্র ঋণদান কার্যক্রম চালাচ্ছে বলে এনজিও কর্তৃপক্ষ জানায়। অফিসের প্রাথমিক তথ্যমতে ৪২ লক্ষ ৮২ হাজার টাকা এফডিআর এবং ২ লক্ষ ২৩ হাজার ৮৯০ টাকা ডিপিএস এর টাকার হিসাব পাওয়া যায়।
বিদ্যালয় ভবন ব্যবহার করে একটি এনজিও কিভাবে পরিচালিত হচ্ছে তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা গেছে।

এ ব্যাপারে শহাবাজপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি জানান, এটি বৈধ না অবৈধ এনজিও তা আমার জানা নাই। তবে স্কুলের উন্নয়নের জন্য নিয়ম মাফিক তাদেরকে ঘর ভাড়া দেওয়া হয়েছে।

স্থানীয় যুবক নাদিম হোসেন জানান, করোনার মধ্যে এমনিতেই অন্তত ১০ টি এনজিও মানুষের টাকা নিয়ে পালিয়ে গেেেছ।আবার এখানে এ ধরনের কার্যক্রম স্কুল ভবনে কিভাবে চলে তা মাথায় আসছেনা।
অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি ভালকরে যাঁচাই – বাছাই এর পর সত্যতা মিললে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com