বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে শুভ মহাশয় ও সার্বজনীন দূর্গা পূজ কমিটির ৮০ বর পূর্তি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হুয়েছে।
এ উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে
সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুর বাড়ী মন্দির প্রাঙ্গন থেকে মঙ্গলশোভাটি যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। মঙ্গলশোভার শুরুতেই মঙ্গল প্রদীপ জ্বেলে এই দিনের কার্যক্রমের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্যামকিশোর দাস গোস্বামী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সার্বজনীন পূজার কমিটির সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়,শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ ব্রাহ্মণ সংসদের সদস্য সচিব শ্রী রানা প্রতাপ আচার্য।
মঙ্গল শোভাযাত্রায় ঢাক, ঢোল, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে হিন্দু ধর্মালম্বীরা অংশগ্রহণ করে।