বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ আব্দু কাদের মন্ডলের আয়োজনে রবিবার গুপ্ত মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। ধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের (শিবগঞ্জ)-১ আসনের সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলি খাতুন।
দোয়া মাহফিল ও ইফতারে অংশ গ্রহন করেন, দাইপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আজমুল হক বাদশা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাসক মোঃ রবিউল ইসলাম, বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামিলুর রহমান, দূর্লভপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিনসহ ধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী দোয়া মাহফিল ও ইফতারে উপস্থিত হন। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহিদের ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন গুপ্ত মানিক বায়তুন-নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরুল ইসলাম