বিডি ঢাকা অনলাইন ডেস্ক
সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সংহতি রক্ষায় জনসচেতনতাবৃদ্ধির লক্ষে সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলাপ্রশাসনের উদ্যোগে সোমবার সকালে কালেক্টরেট চত্বরস্থবঙ্গবন্ধু মঞ্চের সামনে এই সমাবেশ হয়। সমাবেশেসভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ)আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিতমহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলাআওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ মুহা.জিয়াউর রহমান সহ ইমাম, বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশেসামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সংহতি রক্ষায় জনসচেতনতাবৃদ্ধি এবং সাম্প্রদায়িক গুজব প্রতিরোধে প্রিন্ট ওইলেক্ট্রনিক মিডিয়াকর্মীসহ সকলকে এগিয়ে আসারআহবান জানান বক্তারা। জেলায় সামাজিক সম্প্রীতি বজায়রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলাপ্রশাসক এ কে এম গালিভ খাঁন।