বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিপিআইএএ)-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম. মাসুদুর রহমান।
সিপিআইএএ’র সহসভাপতি আব্দুল জাব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য দেনÑ ফুড বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর মো. মুখলেসুর রহমান, সিপিআইএএ’র উপদেষ্টা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, রহমতুল্লাহ ও শহিদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী এ.জে.এম. মাসুদুর রহমান বলেন, চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ১৫ বছরে পদার্পণ করবে। তাই বছরের শেষের দিকে বড় পরিসরে জাঁকজমকপূর্ণভাবে ১৫ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা চলছে। সেটি বাস্তবায়নে সিপিআইএএ’র সহায়তা কামনা করেন তিনি।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঢাকা অংশের ইফতার মাহফিল গত শুক্রবার ঢাকার ফার্মগেটে অবস্থিত বাবুল টাওয়ারে অনুষ্ঠিত হয়।