বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বসতবাড়ির ঘরের মধ্যে থাকা আড়াই লাখ টাকা মূল্যের ২৫ গ্রাম হেরোইন ও একশ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জুন) দুপুরে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শ্যামপুর ইউনিয়নের আজগুবী গ্রামের মৃত্যু মজনু আলমের ছেলে সাকিরুল ইসলাম রনি (৩৮)। মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ।
আব্দুল কাদের, তারেক রহমান, ফারুক আহমেদ চৌধুরীসহ কয়েজন স্থানীয় বাসিন্দা জানান, সাকিরুল ইসলাম রনি ইতোপূর্বে দুইবার মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছিল। তার দুই বিরুদ্ধে দুইটি মাদক মামলা চলমান রয়েছেন। তার কাছে মাদক ক্রয় করতে আসে বিভিন্ন এলাকার মাদকসেবীরা। গ্রামবাসী অনেক বলার পরেও কারো কথা তোয়াক্কা না করেই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে হিরোইন ও ইয়াবা, তিনটি মোবাইল ও নগদ চার হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী সাকিরুল ইসলাম রনিকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
এ জাতীয় আরো খবর..