বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলায় সরকারি যাকাতের ৯ লাখ ৬৮ হাজার ৯৮৪ টাকা পাচ্ছেন ১৫২ জন। এর মধ্যে সদর ও শিবগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার উপকারভোগীদের মধ্যে এই টাকা বিতরণ করা হয়েছে।
সদর উপজেলায় ৪৬ জনের মধ্যে ৩ লাখ ১৩ হাজার ৩৯২ টাকার চেক বিতরণ করা হয়েছে। এই ৪৬ জনের মধ্যে সেলাইমেশিন ক্রয়ের জন্য ৯ জন, গরু-ছাগল পালনের জন্য ৬ জন, হাঁস-মুরগি পালনের জন্য ১ জন, ৩ জনকে শিক্ষা বৃত্তি, ৩ জনকে চিকিৎসার জন্য, ক্ষুদ্র ব্যবসার জন্য ১ জন, ১ জনকে গৃহ মেরামতের জন্য, ১ জনকে ঋণ পরিশোদের জন্য ও ২১ জন অসহায় মানুষকে এই টাকা দেয়া হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের মধ্যে চেকগুলো বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার।
‘সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থসংগ্রহের জন্য উদ্বুদ্ধকরণ ও ২০২৪-২০৫ অর্থবছরে যাকাতের চেক বিতরণ’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ জেলা লিগ্যাল এইড অফিসার রুখসানা খানম, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. খাইরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল অদুদ ও শরিফুল ইসলাম।
অন্যদিকে গত বুধবার শিবগঞ্জে অনুরূপ কাজের জন্য ২৬ জনের মধ্যে ১ লাখ ৭১ হাজার ৬৮০ টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়া গোমস্তাপুর উপজেলায় ৪১ জন পাবেন ২ লাখ ৪৬ হাজার ২১৬ টাকা, নাচোল উপজেলায় ২৬ জন পাবেন ১ লাখ ৫৬ হাজার ৮৯৬ টাকা ও ভোলাহাট উপজেলায় ১৩ জন পাবেন ৮০ হাজার ৮০০ টাকা।