বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ শহর সমাজসেবা কার্যালয় নতুন ৪৩০ জন প্রতিবন্ধী ও ২৫২ জন বয়স্কের মধ্যে ভাতাসহ বই বিতরণ করেছে। এর মধ্যে প্রতিবন্ধীদের মাসিক ৮৫০ করে ৯ মাসের এবং বংস্কদের মাসিক ৫০০ টাকা করে ৯ মাসের ভাতা একসঙ্গে প্রদান করা হয়। এ কাজে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরগণ সহযোগিতা করেন।
বুধবার স্বরূপনগরে শহর সমাজসেবা কার্যালয়ে এসব ভাতা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, শহর সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ কবীর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন উজ্জামান রোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কার্যালয়ের শামসুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তাগণ বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।
শহর সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ কবীর জানান, শহর সমাজসেবা কার্যালয়ের অধীনে মোট ১৪ হাজার ৭৮২ জনকে ভাতার আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে বয়স্ক ৭ হাজার ২৪৩ জন, বিধবা ৪ হাজার ৩২২ জন, প্রতিবন্ধী ৩ হাজার ৬৯ জন ভাতা পাচ্ছেন। এছাড়া প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ৬১ জন এবং অনগ্রসর শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ২১ জন।