ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে ৫৫ লাখ টাকা মূল্যের ৫৫০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১টি ডিজিটাল ওয়েট মেশিন ও ১টি সিলার মেশিনও জব্দ করা হয়। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২নং চরবাগডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবাগডাঙ্গা বড় গোটা পাড়ায় অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম হেরোইনসহ মো. শামসুল হক (৪০) নামে ১ ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২ নং চরবাগডাঙ্গা ৮ নং ওয়ার্ডের মোছা. মনোয়ারা খাতুন ও মো. ফজর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী মাদকব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।