মোঃ হারুন অর রশিদঃ চাঁপাই নবাবগঞ্জে ৬০০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।সমবার জেলা পুলিশের পাঠানো বার্তায় জানা গেছে,গতরাত ১২.১০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার শিবগঞ্জ থানাধীন মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিল সহ হাজেরা খাতুন ওরফে পলি(২৮) ও বরাকিব(১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটক পলি মির্জাপুর গ্রামের মোঃ বাবুল হোসেনের স্ত্রী ও বরাকিব একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে।আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।