মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে হেরোইন, ইয়াবা ও বিপুল পরিমাণ গাঁজা সহ ৫ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। প্রথম অভিযানে র্যাব-৫,, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল(১২ আগস্ট ২০২১ )তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কেন্দুল মোড় এলাকায় অপারেশন পরিচালনা করে ৭৭০ গ্রাম হেরোইন সহ শ্রী নিহার কান্ত দাস (২৬) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।আটক ব্যক্তি রাজশাহী জেলার তানোর থানাধীন পালপাড়া গ্রামের শ্রী নিমাই কান্ত দাসের ছেলে। অপর অভিযানে র্যাব-৫,সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শিবগঞ্জ থানাধীন ৮ নং বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামে আজ রাত ১২.১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ নাইমুল হকের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ১৬২৫ পিস ইয়াবা সহ নাইমুল(৩০) হক কে হাতেনাতে আটক করে।আটক মাদক ব্যবসায়ী ওই গ্রামের আফসার আলীর ছেলে। অপর অভিযানে র্যাব-৫,সিপিসি-২,নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল আজ রাত ৩.১৫ হতে ৪ টা পযর্ন্ত নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া থানাধীন ডাকবাংলো এলাকায় একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ৩৬ কেজি ৯০০ গ্রাম শুকনো গাঁজা সহ ১। চালক মোঃ নাঈম সরকার(২৩),পিতা মোঃ দুলাল সরকার, গ্রাম পশ্চিম বিলাসপুর থানা ও জেলা গাজীপুর ২।মোঃ লাভলু সরকার (২১)পিতা মোঃ আমিনুল ইসলাম সাং কুরুষা কেরুষা(বালার হাট)থানা ফুলবাড়ী জেলা কুড়িগ্রাম ৩।মোঃ মজনু মিয়া (২৭)পিতা মোঃ মতিজার রহমান সাংবামুনছড়া নয়াগ্রাম, থানা উলিপুর,জেলা কুড়িগ্রাম কে আটক করে। আটক সব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।