নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহার দিনে বন্দিদের মাথাপিছু বরাদ্দ হয়েছে ১৫০ টাকা। প্রতিদিনের বরাদ্দের সঙ্গে যোগ করে কারাবন্দিদের আপ্যায়ন করবে কারা কর্তৃপক্ষ। এবার চাঁপাইনবাবগঞ্জ কারাগারে ঈদ উদযাপন করবেন ৯ জঙ্গিসহ মোট ৭৮০ বন্দি। এর মধ্যে ২৪ জন নারী এবং ১৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মো. মজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেল সুপার জানান, করোনার সংক্রমণ রোধে কারাগারের ভেতরে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। কারবন্দিদের স্ব স্ব ওয়ার্ডে ঈদের নামাজ পড়তে হবে। প্রতিজন বন্দির জন্য ঈদের দিন ১৫০ টাকা বরাদ্দ হয়েছে। অর্থ্যাৎ প্রতিদিনের বরাদ্দের সঙ্গে যোগ হবে আরও ১৫০ টাকা। বরাদ্দের মধ্যে বন্দিদের জন্য মানসম্মত খাবারের ব্যবস্থা করা হবে। ঈদের দিন সকালে খিচুড়ি আর ডিম, দুপুরে পোলাও মাংস এবং রাতে সাদা ভাত সঙ্গে ডাল আর মাছ। করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায়ন এবার ঈদে কারাঅভ্যান্তরে কোন রকম বিনোদনের ব্যবস্থা থাকছে বলেও জানান জেল সুপার।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, কারাগারে করোনা ভাইরাস পরীক্ষার জন্য র্যাপিড অ্যান্টিজেন কীট সরবরাহ করা হয়েছে। নতুন বন্দি প্রবেশের সময় করোনা পরীক্ষা করা হচ্ছে। তার পরেও তাদের ১৪ দিন আলাদা কোয়ারেন্টাইনে থাকতে হবে।