বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দোয়া ও ইফতার মাহফিল অুনষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের পুরাতন বাজারে চেম্বার ভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, চেম্বরের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, চেম্বারের পরিচালকবৃন্দ, ব্যবসায়িবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, আইনজীবী, পরিবহন নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব রমজান সম্পর্কে আলোচনা করেন এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন।