গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা তথা সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিতকরণ ও অসাম্প্রদায়িক রাজনীতি এবং সমাজতন্ত্র তথা শোষণমুক্ত সমাজ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা বাংলাদেশ আওয়ামী লীগের মূলনীতি।আর এ আদর্শ নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগ।এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন মন্ডল এর মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়।এর পরিপ্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সাবেক এমপি মুহা. জিয়াউর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত শুক্রবার (৯ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।