বিডি ঢাকা অনলাইন ডেস্ক
আসন্ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র বাছাই করেন জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। যাচাই-বাছাই শেষে ১ চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ২৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে সোয়া ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম চলে। তবে, সাধারণ ওয়ার্ড নম্বর ৫ এর সদস্য পদের প্রার্থী শফিকুল ইসলামের কাগজপত্র সঠিক না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়।
এদিকে জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং ও জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান জানান, চেয়ারম্যান পদে ৪জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ১ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮ জন প্রার্থী। এদিকে চেয়ারম্যান পদে ১ জন একক প্রার্থী হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নিয়মানুযায়ী তিনি বিনা প্রতিদ্বিন্দ্বিতায় নির্বাচিত হবেন।
জানা গেছে, জেলা পরিষদ চেয়ারম্যান পদে একমাত্র বৈধ মনোনয়ন প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন। সাধারণ সদস্য পদে বৈধ মনোনয়ন প্রার্থীরা হলেন ১ নং ওয়ার্ডের মোহাঃ আব্দুল জলিল, মোঃ জালাল উদ্দিন, মোহাঃ আবুল বাশার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোহাঃ সেলিম রেজা, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল হাকিম, ২ নং ওয়ার্ডে মোঃ রয়েল, মোঃ আব্দুল হক, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তারিক-উজ-জামান, মোঃ আনারুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে কবির আহম্মদ খাঁন, মোঃ হাবিবুর রহমান, মোঃ মোকলেসুর রহমান, মোঃ আশরাফুল হক, মোঃ জান্নাতুল আলম, ৪ নং ওয়ার্ডে মোঃ হারুন-অর-রশিদ, মোসাঃ উম্মে নুরজাহান নিশি. মোসাঃ হোসনে আরা, মোহাঃ কামিরুল ইসলাম, মোঃ আরজেদ আলী, ৫ নং ওয়ার্ডে সারোয়ার-য়ে আলম, মোহাঃ কামাল উদ্দিন, মোহাঃ সিরাজ উদ্দৌলা, মোঃ আব্দুস সালাম, মোহাঃ জিয়াউল হক এবং ১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে শান্তনা হক, মোসাঃ কাজলেমা বেগম, মোসাঃ তাসলিমা খাতুন ও ২নং ওয়ার্ডে সবিহা শবনম, মোসাঃ শাহিদা খাতুন ও শামিমা জাহান।