বিডি ঢাকা ডট কম নিউজঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুজিববর্ষের থিম সং পরিবেশন ও কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সলের সমন্বয় ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মহসীন মৃধা। এসময় উপস্থিত ছিলেন নামোশংকরবাটি কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম ফারুক মিথুন, একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মেসফেকুস সলেহীন, চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ অন্যরা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, নিবেদিতা সাহা, অর্থি ম-ল, আফিয়া নাজনীন, কাইফ মোহাম্দ অয়ন, সাদরুল ইসলাম তাজ, সুমন মাহমুদ, আব্দুর রাজ্জাক, জনাব শিতেষ কুমার সিংহ, মোবারাক হোসেন, সিফাত, উম্মে হুমাইরা হিয়া, অর্পিতা সরকার রিয়া, আবিদা সুলতান, অনুরাধা, সুস্মিতা, আনিসুল হক নিলয়, আশা, স্বরসতি, সাথি খাতুন, এশা, তনু এবং নৃত্য পরিবেশন করেন জনাব অংকিতা নিশি, সঞ্চিতা, রিত্তিক কুমার সিংহ, শামীম, জেনাউর রহমান সাইদসহ আরো অনেকে। সংগীত পরিচালনায় ছিলেন সাধারণ সংগীত প্রশিক্ষক মো: আলাউদ্দিন ও মো: নূর ইসলাম এবং সাদরুল ইসলাম তাজ। নৃত্য পরিচালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ নৃত্য প্রশিক্ষক গৌরী চন্দ সিতু।