বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান মাস্টার। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ, বিজয় অর্জনসহ মুক্তিযদ্ধের গল্প শোনান।
এসময় ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের চীফ ইন্সট্রাক্টর আফিদা রহমান, রসায়ন বিভাগের চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) দুর্গা চরন রায়, আরএসি টেকনোলজি বিভাগের চীফ ইন্সট্রাক্টর আব্দুল মালেকসহ সকল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিজয় র্যালি বের করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহিদ স্মৃতি নাম ফলকে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়।