মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে যোগ দেয়া জুনিয়র ইন্সট্রাক্টরদের সম্মাননা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে নব যোগদানকৃত জুনিয়র ইন্সট্রাক্টরদের সম্মাননা দেয়া হয়েছে। সোমবার দুপুরে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ সম্মাননা দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের এই প্রতিষ্ঠান শুধুমাত্র প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার কেন্দ্র নয়, বরং এটি দক্ষ জনশক্তি গড়ে তোলার একটি অনন্য প্রতিষ্ঠান। নতুন শিক্ষকদের আগমনে আমাদের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে। যারা নতুন যোগ দিয়েছেন, তাদের মেধা, দক্ষতা ও কর্মস্পৃহা আমাদের শিক্ষার্থীদের আলোকিত পথে এগিয়ে নিতে এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিপিআইএএ)’র আয়োজনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— সিপিআইএএ’র কার্যনির্বাহী কমিটির সহসভাপতি আব্দুল জাব্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মো. ওমর ফারুক, কম্পিউটার টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, ফুড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান মুখলেসুর রহমান, ইলেক্ট্রনিকস বিভাগের বিভাগীয় প্রধান মো. গোলাম মোস্তফা, ইন্সট্রাক্টর (নন-টেক) গণিত মো. আব্দুল কাইউম।
এসময় আরো উপস্থিত ছিলেন— সিপিআইএএ’র অর্থ সম্পাদক হাকিমিন আহম্মেদ, সিএনপিআইএসএস’র সভাপতি জাহিদুল ইসলাম, প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
সূচনা বক্তব্য দেন সিপিআইএএ’র উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. মেসবাউল হক। সঞ্চালনা করেন সিপিআইএএ’র সদস্য মো. নয়ন আলী। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সেচ্ছাসেবী সংস্থা-সিএনপিআইএসএস।
উল্লেখ্য, সর্বশেষ সার্কুলারে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে মোট ৩৯ জন জুনিয়র ইন্সট্রাকটর হিসেবে যোগদান করেছেন এর মধ্যে ২২ জন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ১৪ জন শিক্ষার্থী দেশের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com