বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে প্রসব-পরবর্তী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেনÑ ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের পরিচালক ডা. নুরুন নাহার বেগম।
বিশেষ অতিথি ছিলেনÑ উপপরিচালক ডা. শামীম মোহাম্মদ আকরাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনববাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদা খান ইউসুফজী।
কর্মশালায় মাঠপর্যায়ের কর্মীদের প্রসব-পরবর্তী মায়েদের করণীয় সম্পর্কে ধারণা দেয়া, সেই সাথে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্ব দেয়া হয় ।