বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিফ ফ্যাটেনিং ও মহিষ উৎপাদনকারী ৪টি প্রডিউসর দলের ১২৫ জন খামারির মধ্যে বিভিন্ন উকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উপকরণগুলো বিতরণ করে।
উপকরণের মধ্যে প্রত্যেক খামারিকে গোবর তোলার জন্য ১টি করে আয়রন বেলচা, ১টি করে ট্রলি, ১টি করে পানির পাম্প মটর, দুধের ঘনত্ব পরিমাপের জন্য ১টি করে ল্যাকটো মিটার, ২টি করে কম্ফোর্ট প্লাস্টিক ম্যাট দেয়া হয়। গোয়ালঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি প্রাণি লালন-পালনের জন্য এসব উপকরণ বিতরণ করা হলো বলে জানানো হয়।
দুপুরে জেলাশহরের হুজরাপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এইসব উপকরণ বিতরণ করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা। এসময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইয়ামিন আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ডা. মো. গোলাম মোস্তফা খামারিদের বলেন- আপনারা ভাগ্যবান। আপনাদের গবাদি প্রাণিগুলো স্বাস্থ্যসম্মতভাবে লালন-পালনের জন্য এই উপকরণ পেলেন। এগুলো সঠিকভাবে কাজে লাগাবেন, নষ্ট করবেন না। আপনারা এখন থেকে দুধের ঘনত্ব পরিমাপ করতে পারবেন এবং দুধের ঘনত্ব অনুযায়ী দাম পাবেন। কোম্পানিগলো এখন থেকে আর ঠকাতে পারবে না।