বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনে আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটন। সকালে রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিব খানের হাতে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এনিয়ে এপর্যন্ত ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। এর আগে গতকাল আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল ওদুদ ও জাসদ মনোনিত প্রার্থী মনিরুজ্জামান মনির তাদের মনোনয়নপত্র জমা দেন।এছাড়াও মোস্তাফিজুর রহমান মুকুল , কামরুজ্জামান খাঁন, স্বতন্ত্র প্রার্থী তাহারিমা এবং বুধবার আওয়ামলীগ দলীয় আ: ওদুদ বিশ^াস ও জাসদ থেকে মো: মুনিরুজ্জামান মনোনয়নপত্র জমা দেন।
আগামী ১ ফেব্রুয়ারী এ আসনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহন। ভোটার সংখা ৪ লখ ১১হাজার ৪৯৫ জন। এর মধে পুরুষ ভোটার ২লাখ ৮ হাজার ৮৮৩জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২জন।
উল্লেখ, বিএনপির এমপি হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষনা করে নির্বাচন কমিশন।