বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনাবগঞ্জে ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয়কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ধর্মীয় ও আর্থ সামজিক প্রেক্ষাপটে পুরোহিতদের দক্ষতাবৃদ্ধিরণে ৯ দিনের প্রশিক্ষনের সমাপ্তি হয়েছে।আজ মঙ্গলবার বিকালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জেলা শিল্পকলাএকাডেমীর মিলনায়তনে ৯দিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রাজশাহী অঞ্চলের ট্রাস্টি শ্রী তপনকুমার সেন।পুরোহিত ও সেবায়েত প্রশিক্ষণ প্রকল্প রাজশাহী অফিসের জুনিয়রকনসালটেন্ট(প্রশিক্ষণ) হীরা বালা’র সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথিছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলুকুমার ঘোষ, সাাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদচাঁপাইনবাবগঞ্জ সদও উপজেলা শাখার সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ, পৌর শাখারসাধারণ সম্পাদক অজিত কুমার দাসঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাচোল পৌর শাখারসভাপতি ও নাচোল মহিলা ডিগ্রি কলেজের উপাধাক্ষ আশিষ চক্রবর্তী, পুরোহিত ওসেবায়েত প্রশিক্ষণ প্রকল্প রাজশাহী অফিসের জুনিয়র কনসালটেন্ট(প্রশিক্ষণ) কৃষ্ণকুমার বিশ^াষ। সঞ্চালনা করেন টিওটি রানা প্রতাপ আচার্য ও পিনাক কুমারগোস্বামী। প্রশিক্ষনের শুরুতে শ্রী শ্রী মগভত গীতা পাঠ করেন পঞ্চানন পান্ডে। জুনিয়রকনসালটেন্ট(প্রশিক্ষণ) কৃষ্ণ কুমার বিশ^াষ জানান, ৯ দিনের প্রশিক্ষণের মাধ্যমেঅংশগ্রহণকারী পুরোহিতরা ধর্মীয় ও আর্থ সামজিক প্রেক্ষাপটে পুরহিতরা হিন্দুআইন, পূজা পদ্ধতি, ভূমি সংস্কার, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ, সামাজিকমূল্যবোধ, কৃষি ও বনায়ন, গবাদি পশুপালন এবং খাদ্যপুষ্টি, স্বাস্থ্যসেবা বিষয়েদক্ষতা ও নেতৃত্বদানে সক্ষম হবে।শেষে প্রধান অতিথি এই প্রশিক্ষণে ২৫ জন পুরোহিতদের মাঝে সনদপত্র বিতরণ করেন।#