চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ স্লোগান নিয়ে চাঁপাই নবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। ডেল্টা লাইফ ইনসুরেন্স কম্পানির অফিসার্স ইনচার্জ জনাব মো: আজম আলীর সভাপতিত্বে চাঁপাই নববাগঞ্জ শান্তি মোড়স্থ অফিসে জাতীয় বীমা দিবস পালিত হয়।
বাংলাদেশে ১৯৭৩ সালে সাধারণ বীমা ও জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে বীমা খাতের শুরু হলেও ২০২০ সালের পয়লা মার্চ প্রথমবারের মত জাতীয় বীমা দিবস হিসেবে দিনটি পালন করা হচ্ছে।
বীমা দিবস উপলক্ষে মরনোত্তর দাবীর চেক প্রদান করা হয়। মোসা: রহিমা খাতুন কে ১১১৭৯৩ টাকার চেক তুলে দেয়া হয়।
চেক প্রদান করেন চাঁপাই নবাবগঞ্জে সাখা অফিসার জনাব সৈয়দ হোসেন আহম্মেদ বাদশা নিবাহী ইউনিট ম্যানাজার গ্রামিন বীমা ডিভিশন ডেল্টা লাইফ চাঁপাই নবাবগঞ্জে।
জনাব মো: রেজাউল করিম ইউনিট ম্যানাজার গ্রামিন সাখা ডিভিশন ডেল্টা লাইফ চাঁপাই নবাবগঞ্জে।
ও জনাব মোসা: রেবিনা বিশ্বাস এফ এ, মোসা: তাসনিয়া খাতুন এফ এ, জনাব মোসা: জুলেখা বেগম এফ এ,শরিফুল ইসলাম,বাহরন আলম, মোসা: শেফালী বেগম, রওশন আরা, নারর্গিস বেগম, শামসুল নাহার।