বিডি ঢাকা ডট কম নিউজঃ
চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর,চর পাকা ও দুর্লভপুর ইউনিয়নের প্রায় ৩৫ কিমি এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এর মধ্যে ছিল মসজিদ, মাদ্রাসা ও সরকারি প্রাইমারি স্কুল ও কলেজ।এছাড়াও প্রায় ত্রিশ হাজার একর ফসলি জমি গিলে ফেলেছে সর্বনাশা পদ্মা নদী।এছাড়াও ভাঙনের মুখে পড়তে পারে নারায়ণপুর ও পাকা ইউনিয়নের হাজার হাজার বসত বাড়ি অবিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসহ হাজার হাজার একর ফসলি জমি।এ অবস্থায় এলাকার মানুষের একটাই দাবি,যেনো এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়।এই অবস্থায় ২৭/০৮/২০২২ তারিখে এলাকা পরিদর্শন করেন চাঁপাই নবাবগঞ্জের ডিসি সাহেব মোঃ গালিব হোসাইন, চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা ইফ্ফাত জাহান ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান।এসময় তারা প্রথমে ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং পরে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন,এবং স্থায়ী বাঁধ নির্মাণ করার আশ্বাস দেন।এসময় ডিসি মোঃ গালিব হোসাইন বলেন,আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলবো যেনো তারা খুব শীগ্রই এই বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয় ।