মোঃ হারুন অর রশিদঃ চাঁপাই নবাবগঞ্জে ৩২০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।আজ জেলা পুলিশের পাঠানো বার্তায় জানা গেছে,জেলার শিবগঞ্জ থানাধীন শেখটোলা গ্রামে দুপুরে অভিযান চালিয়ে ৩২০ বোতল ফেনসিডিল সহ জাহির ওরফে জাহিদ (৪৮) কে আটক করে।আটক ব্যক্তি ওই গ্রামের ধুলু শেখের ছেলে।একই দিন গোয়েন্দা পুলিশের একটি দল সদর থানাধীন হরিপুর ক্লাব মোড়ে সকাল ৬.৩০ মিনিটে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ মোঃ জাহাঙ্গীর ওরফে পাচু(৪২) ও বিকল ওরফে বিকাশ (২৭) কে আটক করে।আটক পাচু শিবগঞ্জ থানাধীন পারচোকা গ্রামের মৃত তাজুমুদ্দিনের ছেলে ও বিকাশ একই গ্রামের তাহাসান আলীর ছেলে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।