শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

চারঘাটে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর চারঘাটে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও ককটেল তৈরীর বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি দিনগত রাত দেড় চারঘাট থানাধীন (পাকিয়ানপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে এ সকল দ্রব্যাদি উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে বিদেশী পিস্তল (Made in USA) টি, ওয়ান শুটারগান ৩টি, বিদেশী পিস্তলের ম্যাগাজিন ১টি, ৮রাউন্ড গুলি, হাতবোমা-ককটেল তৈরীর বিস্ফোরক দ্রব্যাদি ৩.১৫০ কেজি।

শুক্রবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানাধীন মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামে কতিপয় চরমপন্থী ও সন্ত্রাসী গ্রæপ দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় নদীর ধারে ফসলী জমিতে বস্তার ভিতর ফেলে রেখে গেছে। এমন তথ্যের প্রেক্ষিতে র‌্যাব -৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল বর্ণীত স্থানে অভিযান চালিয়ে উপরোক্ত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধারকৃত দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ও গুলি বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসীগ্রæপ দীর্ঘদিন ধরে সংগ্রহ করে আসছিল। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের কারণেই তারা এ সকল আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হয়। ওই সকল সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com