নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর কলেজিয়েট স্কুলের আবির জাওয়াদ নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। আজ রোববার দুপুরে ওই স্কুলের প্রধান শিক্ষিকা ড. নূরজাহান বেগম বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। ওই শিক্ষার্থীর গত ১৮ সেপ্টেম্বর করোনা পজেটিভ হয়। সে বর্তমানে বাসায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছে। তার শারিরীক কোন জটিলতা দেখা যায়নি। প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম আরও জানান, শিক্ষার্থী আবির জাওয়াদ এর পরিবারের এক সদস্য এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেখান থেকে আবির আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এর আগে এই শিক্ষার্থী স্কুলে ক্লাস করেছে। তবে এখন পর্যন্ত ওই শিক্ষা প্রতিষ্ঠানে কারো মধ্যে করোনার উপসর্গ দেখা যায়নি। স্বাভাবিকভাবে ক্লাস চলবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।