মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মধ্যে বাজার দলীয় কার্যালয় থেকে একটি শান্তি শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। নাচোল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক বিঙ্গান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বর্তমান শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মতিউর রহমান, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান বাদোল, সাবেক ছাত্রনেতা কাবুল হোসেন, জাবির-উল ইসলামসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।