এসএম রুবেল : শিশুটির চিকিৎসার জন্য ৫,লক্ষ টাকার প্রয়োজন দয়া করে প্লিজ কেউ এড়িয়ে যাবেন না,সাহায্য করতে না পারলেও দয়া করে পোস্টটি শেয়ার করুন যাতে কোনো দানশীল ব্যক্তির নজরে আসে। ছোট্ট শিশুটি আয়েশা,আক্তার,আলভিয়া- কে,বাচাতে এগিয়ে আসুন টাকা দিয়ে সাহায্য করতে না পারলে শেয়ার করে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেন যেন বিত্তবান দের নজরে আসে ব্রাহ্মণবাড়িয়া আল খলিল হসপিটালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে,ডক্টর পরিক্ষা নিরিক্ষা করে জানায় আয়েশার ফুসফুস ছিদ্র ও কিডনি তে সমস্যা। আয়েশার চিকিৎসা করতে অনেক অর্থের প্রয়োজন যা আয়েশার বাবা অটো চালিয়ে আয়েশার চিকিৎসা করাতে পারছেন না ডাক্তার হিসেব মতে প্রায় ৫,লক্ষ টাকার প্রয়োজন সবাই এগিয়ে আসুন প্লিজ টাকার অভাবে যেন এই ছোট্ট মাসুম বাচ্চাটির চিকিৎসা বন্ধ না হয় আর্থিক সহযোগীতা পাঠাতে বিকাশ পারসোনাল নাম্বার 01772133227 নগদ পারসোনাল নাম্বার 01772133227 রকেট পারসোনাল নাম্বার 01772133227-7 আয়েশার বাবা হাকিম মিয়া স্থায়ী বাসা,ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগর বর্তমানে আয়েশা ভর্তি আছে কিশোরগঞ্জ জেলা জহুরুল,ইসলাম,মেডিকেল কলেজ,হাসপাতাল। বিত্তবানসহ সকল শ্রেণী পেশার মানুষদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শিশুটিকে আর্থিক সহযোগিতা করে তার উজ্জ্বল ভবিষ্যৎকে ফিরিয়ে আনার জন্য। সেইসাথে শিশুটির জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। পোস্টটি শেয়ার করার জন্য অনুরোধ রইলো।