অনলাইন নিউজ : বৈশ্বিক উন্নয়নের জন্য চাই বৈশ্বিক যোগাযোগ-এ প্রতিপাদ্যকে ধারণ করে ঢাকায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বিজনেস সামিট ‘বিজ-নেট-২০২২’। যুক্তরাজ্য, জিব্রাল্টার ও বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়িক নীতি নির্ধারণী কর্তৃপক্ষের অংশগ্রহণে পারস্পরিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে উন্নত বিশ্বের প্রতি দেশের অগ্রযাত্রাকে আয়োজিত বেগবান করতে গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকার অভিজাত বনানী ক্লাবে আয়োজিত হয় এই বিজনেস সামিট।
আন্তর্জাতিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে দেশের সম্ভাবনাকে বাস্তবে রূপান্তর করার লক্ষ্যে আর আর এম স্টিল ও জেড আই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সান্ধ্যকালীন এই সামিটে অংশ নেন দেশের স্বনামধন্য ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, বহুজাতিক প্রতিষ্ঠানের কর্ণধার, ব্যবসায়িক উদ্যোক্তা, শিক্ষাবিদ ও ব্যবসা বিষয়ক নীতি নির্ধারণী কর্তৃপক্ষ এবং দেশি ও আন্তর্জাতিক মিডিয়ার প্রতিনিধিরা।
কোভিড পরবর্তী বিশ্বে ব্যবসা, বাণিজ্য এবং শিল্পখাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়েছেন জিব্রাল্টার সরকারের বিজনেস, ট্যুরিজম, ট্রান্সপোর্ট ও পোর্ট বিষয়ক মাননীয় মন্ত্রী বিজয় দারইয়ানানি, যুক্তরাজ্যের হাউজ অফ কমনস (ইপসুইচ) এর সম্মানিত সদস্য টম হান্ট, কমনওয়েলথ এন্টারপ্রাইজ এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি) এর প্রধান নির্বাহী সামান্থা কোহেন, যুক্তরাজ্যের হাউজ অফ কমনস (পিটারবার্গ) এর সম্মানিত সদস্য পল ব্রিস্টো এবং জেড গ্রুপ ও জেড আই ফাউন্ডেশনের উদ্যোক্তা ও চেয়ারম্যান জিল্লুর হুসাইন এমবিই।
সামিটের প্যানেল আলোচনায় জিব্রাল্টার সরকারের বিজনেস, ট্যুরিজম, ট্রান্সপোর্ট ও পোর্ট বিষয়ক মাননীয় মন্ত্রী বিজয় দারইয়ানানি বাংলাদেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, জিব্রাল্টার সরকার বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে বাণিজ্য, শিল্প, রপ্তানি এবং দক্ষ মানবসম্পদের উন্নত ব্যবহারে অবদান রাখতে আগ্রহী।
বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত আলোচনায় আর আর এম গ্রুপের চেয়ারম্যান ড. সুমন চৌধুরী বলেন, বাংলাদেশ যেমন উৎপাদন, বাণিজ্য এবং রপ্তানিজাত নানাবিধ পণ্যের উর্বর ক্ষেত্র তেমনি বিদেশি বিনিয়োগের জন্যও একটি সম্ভাবনাময় দেশ। ইউরোপে আমাদের রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা দিনদিন বাড়ছে। ব্রেক্সিট পরবর্তী নতুন অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের সমস্যা নিরসন এবং সম্ভাবনাকে বাস্তবে রূপদানের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশসমূহে রপ্তানির পরিমাণ বৃদ্ধিতে জিব্রাল্টার সরকার আন্তরিকভাবে আমাদের পাশে থাকবে বলে আমি আশাবাদী। আহ্বান জানাই, আসুন কোভিড পরবর্তী বিশ্বের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং একটি সুন্দর ও সমৃদ্ধির পৃথিবী উপহার দিই।
বাংলাদেশের পক্ষ থেকে দেশের শিল্পখাত, রপ্তানি এবং বাণিজ্যে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক আলোচনায় মুখ্য আলোচক হিসেবে অংশ নিয়েছেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও বাংলাদেশ স্টিল ম্যানুফেকচারারস এ্যাসোসিয়েশন এর সভাপতি মানওয়ার হোসেন, আর আর এম গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ স্টিল ম্যানুফেকচারারস এ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি ড. সুমন চৌধুরী, পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বনানী ক্লাবের সভাপতি জনাব রুবেল আজিজ, ওয়েল গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সৈয়দ নুরুল ইসলাম, মোবাইল ব্যাকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রধান নির্বাহী রাহেল আহমেদ এবং র্যাংকস এফসি প্রোপার্টিজ লিমিটেড এর প্রধান নির্বাহী তানভীর শাহরিয়ার রিমন।
সম্ভাবনাময় বাংলাদেশের উন্নয়নশীল থেকে উন্নত দেশের প্রতি অভিযাত্রাকে স্বাগত জানিয়ে এবং ত্রিদেশীয় সম্পর্কোন্নয়নের মাধ্যমে দেশ, মাটি ও মানুষের কল্যাণে ইতিবাচক এবং সম্ভাবনাময় উদ্যোগে একে অপরের পাশে থাকবেন- এই আশাবাদ দিয়ে শেষ হয় আন্তর্জাতিক বিজনেস সামিট ‘বিজ-নেট-২০২২’।
এ জাতীয় আরো খবর..