বাংলাদেশের জনগণ ভোট চুরি করলে মানুষ মেনে নেয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের জনগণের ওপর আস্থা আছে, সেই আস্থা নিয়েই আমরা চলি। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া ভোট চুরি করে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। কিন্তু কেউ ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তাকে মেনে নেয় না।
তিনি বলেন, আমরা মানুষকে দিতেই ক্ষমতায় এসেছি। জনগণকে দিয়ে চলেছি। জনগণকে আমাকে সাহস দেওয়ার জন্য ধন্যবাদ। তাদের সাহসেই আমরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করতে পেরেছি।
অনেক দেশ করোনা নিয়ে হিমশিম খেয়েছে। তবে বাংলাদেশে আমরা মোকাবিল করেছি। বিনামূল্যে টিকা দিয়েছি।
আমরা ওয়াদা দিয়েছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সব ঘর আলোকিত করবো। সাড়ে তিন হাজার মেগাওয়াট থেকে যাত্রা শুরু করে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছি।
এ জাতীয় আরো খবর..