বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সমাবেশ থেকে আদিবাসীদের আদিবাসী হিসাবে স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনসহ ৯ দফা দাবি উত্থাপন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
এতে বক্তব্য দেন- জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিচিত্রা তিরকি ও সাধারণ সম্পাদক টুনু পাহান, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি মুকুল পাহান ও সাধারণ সম্পাদক তরুন মুনডা।
কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুরসহ বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্যরা অংশ নেন।