বিডি ঢাকা অনলাইন ডেস্ক
আগামী ২০ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২ লাখ ১৮ হাজার ৭১ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবারের ক্যাম্পেইনে জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার ১ হাজার ১৫৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯১ হাজার ৬১৪ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৪৫৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে
আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় স্টেকহোল্ডারদের এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ।
জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. শহিদুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বচিপ জেলা শাখার সভাপতি ডা. গোলাম রাব্বানী, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পাপিয়া সুলতানা।
স্বাগত বক্তব্য দেনÑ ইপিআই সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম জীবন। ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম।
সিভিল সার্জন তার বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়।